Logo
Logo
×

নগর-মহানগর

আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের

গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কথা জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। মঙ্গলবার দুপুরে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান অধ্যাপক আখন্দ। এমন আশ্বাস পেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে আন্দোলন প্রত্যাহার করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা যায়, মঙ্গলবার দুপুরে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসি ভবনের গেট অবরোধ করে আন্দোলন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যদের সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি ছিল ২৪ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে অংশ নেয়। কিন্তু উপাচার্যদের মিটিংয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করে দেওয়ায় তারা থাকতে পারছে না। কিন্তু ইউজিসি আমাদের আশস্ত করেছে, যে কোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে। ইউজিসির এমন আশ্বাসে আমাদের আন্দোলন প্রত্যাহার করছি।

অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব।’ তিনি আরও বলেন, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তী সময়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম