আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম
মণিরামপুরে ভূমিহীন পরিবারের বিলাসী জীবনযাপন
যশোর ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মনিরামপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন আলতাফ হোসেনের পরিবারের বিলাসী জীবনযাপন করার অভিযোগ উঠেছে। মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর বরাদ্দ পেয়ে পরিবারটি অবাককাণ্ড ঘটিয়েছে। ঘরে এসি, রঙিন টেলিভিশন ও ফ্রিজ। মেঝেতে টাইলস। দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে আলতাফ বিলাসী জীবনযাপন করছেন। তার ঘর বরাদ্দে অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তথ্য অনুসারে ২০২১ সালে দুই শতক জমির ওপর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের ২ লাখ ৮৪ হাজার টাকা খরচ হয়েছে।
সরেজমিন দেখা যায়, মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ২২টি ঘর রয়েছে। প্রকল্পের সাদা রঙের ঘরগুলোর মধ্যে উত্তর প্রান্তের ছয়টি ঘর ব্যতিক্রম। ঘরগুলো গোলাপি রঙের। দুই বছর আগে ঘরগুলোর বারান্দা গ্রিল দিয়ে ঘেরা হয়। টাইলসে মেঝে মোড়ানো হয় এবং তিনটি ঘরে দেড় টনের তিনটি এসি লাগানো হয়। এছাড়া ঘরগুলোতে মূল্যবান আসবাবপত্র, টেলিভিশন ও ফ্রিজ রয়েছে। উঠানটি পাকা করা হয়। দুই স্ত্রী, সন্তান ও শ্যালিকা নিয়ে ১২ সদস্যের পরিবার নিয়ে ছয়টি ঘরে আলতাফ বসবাস করছেন। অভিযোগ- ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে আলতাফ ঘরগুলো বাগিয়ে নিয়েছেন। এরপর তিনি নিজের মতো করে ঘর সাজিয়েছেন। তার বিলাসী জীবনযাপন নিয়ে চলছে সমালোচনার ঝড়।