Logo
Logo
×

নগর-মহানগর

দিনাজপুরে ধর্ম উপদেষ্টা

কমবে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কমবে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

অন্তবর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ২০২৫ সালের হজের খরচ অনেকটা কমে আসবে। যে সব খাত থেকে হজের খরচ কমানো যায়, তা বিবেচনা করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় ৪০ হাজার টাকার মতো হাজিদের বেশি গুনতে হচ্ছে। দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে মঙ্গলবার ইমামদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

খালিদ হোসেন বলেন, কাল (আজ বুধবার) ধর্ম মন্ত্রণালয় থেকে হজের প্যাকেজ ঘোষণা করা হবে। দুটি প্যাকেজ হবে। একটি হচ্ছে পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য। আরেকটি কাবা শরিফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য। 

এর থেকে দূরে নিলে আমরা হয়তো আরেকটি প্যাকেজ কম দামে করতে পারব। কিন্তু বাংলাদেশ থেকে যেসব হজযাত্রী যান, তারা সবসময়ই চান কাবা শরিফে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় কখনো হাজিদের নিয়ে ব্যবসা করে না। সেখানে বাড়ি ভাড়া কম পেলে হাজিদের টাকা ফেরত দেওয়া হবে। যার নজির ইতিপূর্বে রাখা হয়েছে। তিনি বলেন, হাজিদের জন্য সেখানে চিকিৎসক-ওষুধের ব্যবস্থা করা হয়ে থাকে, এবারও করা হবে। তিনি হার্টের সমস্যা, কিডনি ডায়ালাইসিস ও লিভার সিরোসিস রোগী এবং সেসব বয়োবৃদ্ধ হাঁটতে পারেন না, তাদের হজে না যাওয়ার অনুরোধ করেন। 

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশে ৮ দাবি ও তাদের লং মার্চের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের দাবিগুলো আমলে নিয়েছে এবং ইতোমধ্যে কিছু সমাধানও করা হয়েছে। অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে হজ ও ওমরাহ নিয়ে আলোচনা সভায় অংশ নেন।

সাড়ে ৪ লাখের মধ্যে প্যাকেজ ঘোষণার দাবি : ২০২৫ সালের হজ পালনের সরকারি প্যাকেজ ঘোষণা করা হবে আজ। বিগত বছরগুলোতে বিমান ভাড়া স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ধরে প্যাকেজ ঘোষণা করা হতো। এতে হজের ব্যয় অনেক বেড়ে যায়। নিবন্ধন করে অনেকেই হজে যেতে পারেননি। ফলে বিগত তিন বছর আসন পূরণ করতে পারেননি ধর্ম মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। এবার পতিত আওয়ামী লীগ সরকারের হাবের সিন্ডিকেট ভেঙে সহনীয় পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন বৈষাম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা। সর্বনিম্ন সাড়ে ৪ লাখের মধ্যে সাধারণ হজ প্যাকেজ ঘোষণা দাবি করেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম