Logo
Logo
×

নগর-মহানগর

ঝালকাঠি-১ আসন

শাহজাহান ওমরের বিপক্ষে কাজ করবে রাজাপুর উপজেলা আ.লীগ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহজাহান ওমরের বিপক্ষে কাজ করবে রাজাপুর উপজেলা আ.লীগ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর-উত্তমের বিপক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অনেক নেতাকর্মী। যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও পরে তা উপেক্ষা করে ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করেছে উপজেলা আওয়ামী লীগ।

এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি ফেসবুকে ওই রেজ্যুলেশনের কপি ছড়িয়ে পড়ে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ নেতাকর্মীর স্বাক্ষর সংবলিত ওই রেজুলেশনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর-উত্তম উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি, এই অজুহাতে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ ওই রেজুলেশনে স্বাক্ষর করে কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার বিষয়টিও উল্লেখ রয়েছে রেজুলেশনে।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছেন। আমার বা সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে শাহজাহান ওমরের বক্তব্য জানার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম