ঢাকা মহানগর দক্ষিণ
সেই নয়ন যুবদলের সদস্য সচিব
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পুলিশ ২০১৬ সালে পাঁচ রাউন্ড গুলি করে ঢাকা মেডিকেলে নিহত ভেবে ফেলে রাখা তৎকালীন ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়ন এবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত হয়েছেন।
বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নয়ন মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে।
মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, নয়ন স্কুলজীবন শেষ করে ঢাকা গিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তখন তিনি ঢাকা মহানগর উত্তর ৪৭ নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। পরে তার বিচক্ষণতা ও সাহসী নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর পূর্বে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মহানগর দক্ষিণ যুদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করেন।
নয়ন জানান, সরকারকে হটাতে নেতৃত্ব দেওয়ার কারণে ১৯ বার কারাবরণ করেছি। আমার নামে ২০৬টি মামলা মিথ্যা দিয়েছে। ২০১৬ সালে মগবাজার মোড় থেকে পুলিশ ধরে নিয়ে পাঁচ রাউন্ড গুলি এবং অমানবিক নির্যাতন করে মৃত ভেবে ঢাকা মেডিকেলে ফেলে রেখেছিল। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হওয়ার পর পুলিশ আবার গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলাসহ নানাভাবে অমানবিক শারীরিক মানসিক নির্যাতন করেছে। আমার ওপর অর্পিত দায়িত্ব জীবন দিয়ে হলেও রক্ষা করব। এদিকে কমিটি অনুমোদনের খবর শোনার পরপরই ফেসবুকে নয়নকে শত শত নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া মহম্মদপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।