রেলওয়ে নিরাপত্তা বাহিনী
চিফ ইন্সপেক্টরদের ব্যক্তিগত কাজে সিপাহিরা
এমএ কাউসার, চট্টগ্রাম
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে চিফ ইন্সপেক্টরের (সিআই) পদ ছয়টি। পদোন্নতি জটিলতায় দীর্ঘদিন ধরে এসব পদে ইন্সপেক্টর ভারপ্রাপ্ত সিআই-এর দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী কোনো সিআই দেহরক্ষী রাখতে পারেন না। কিন্তু ব্যক্তিগত কাজে তারা সিপাহি ব্যবহার করছেন। বাসা-বাড়ির কাজে, বাজারসদাই করতে, সন্তানদের স্কুলে আনা-নেওয়ার কাজে সিপাহিদের ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ব্যবহারে সিপাহিরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) একেকজন সিআই তিনজন সিপাহিকে তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। যদিও খাতাকলমে বিভিন্ন জায়গায় এসব সিপাহিকে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। পদোন্নতি জটিলতায় দীর্ঘদিন ধরে পদ ফাঁকা থাকায় ইন্সপেক্টরদের পাশাপাশি এসআইরাও ভারপ্রাপ্ত সিআই-এর দায়িত্ব পালন করছেন। বাহিনীর নিয়ম অনুযায়ী সিআই সঙ্গে দেহরক্ষী রাখতে পারেন না। তবে অভিযানে গেলে নিরাপত্তার স্বার্থে একজন সিপাহি তিনি সঙ্গে রাখতে পারেন। কিন্তু বাস্তব চিত্র হলো-ভারপ্রাপ্ত হয়েও একেকজন সিআই ২-৩ জন সিপাহিকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
জানা যায়, রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) আরএনবির ভারপ্রাপ্ত সিআই হিসাবে দায়িত্ব পালন করছেন ইয়াসিন উল্লাহ। তার ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করছেন নায়েক ইয়াসিন। ইয়াছিন উল্লাহকে বাসা থেকে অফিসে এবং অফিস থেকে বাসায় নিজের মোটরসাইকেল দিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন ইয়াসিন। নায়েক দুলাল ভারপ্রাপ্ত সিআই ইয়াছিন উল্লাহর বাসার বাজার করে থাকেন। এছাড়া সিআই-এর নামে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করেন হাবিলদার কুতুব। একইভাবে সিআই লাকসাম মো. সালামত উল্লাহর দেহরক্ষী হিসাবে রয়েছেন সিপাহি শাহাদাত হোসেন। হাবিলদার ইকবাল ক্যাশিয়ার ও হাবিলদার ইমাম বাসার বাজার করে থাকেন। সালামত উল্লাহর পরিবার থাকেন চট্টগ্রামে। বাজার করার জন্য প্রতি সপ্তাহে হাবিলদার ইমামকে চট্টগ্রামে পাঠানো হয়। এজন্য টিএ বিল উত্তোলন করা হয় বলে অভিযোগ রয়েছে। সিআই স্টোর ইসরাইল মৃধার সঙ্গে রয়েছেন সিপাহি পারভেজ খান। ট্রেনিং সেন্টার সিআই মাসুদের সঙ্গে রয়েছেন সিপাহি পরশ। সিআরবির ভারপ্রাপ্ত সিআই হাবিবুর রহমানের (এসআই) সঙ্গে রয়েছেন সিপাহি জসিম উদ্দিন। সিআই জেনারেল আমান উল্লাহ আমানের সঙ্গে রয়েছেন সিপাহি নজরুল ইসলাম। সিআই এবি রেজয়ানুর রহমানের সঙ্গে রয়েছেন এসআই সোলেইমান ও শওকত।
নাম প্রকাশ না করার শর্তে আরএনবির এক সদস্য বলেন, রেলওয়ে সম্পত্তির রক্ষণাবেক্ষণ, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব আরএনবি সদস্যদের। কিন্তু আমাদের মতো অনেককে বাহিনীর কোনো কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। চিফ ইন্সপেক্টররা ব্যক্তিগত কাজে আমাদের ব্যবহার করছেন। এ নিয়ে প্রতিবাদ করলে চাকরি চলে যাওয়ার উপক্রম হয়।
অভিযোগ অস্বীকার করে সিআই সালামত উল্লাহ বলেন, শাহাদাত আমার দেহরক্ষী নন। হাবিলদার ইকবাল ডিউটি বণ্টন এবং হাবিলদার ইমাম অফিসিয়াল কাজ করেন। তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছি-এমন অভিযোগ সঠিক নয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, সিআই-এর ব্যক্তিগত কাজে বাহিনীর সদস্যকে ব্যবহার করার সুযোগ নেই। কারও বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।