Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

পদকের জন্য ইরান গেল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ২০ বছর পর ফের পদকের প্রত্যাশা নিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলতে গেল ১৪ সদস্যের বাংলাদেশ নারী কাবাডি দল। সবশেষ ২০০৫ সালে হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম আসরে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস। কোচ হিসাবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রাবণী মল্লিক। ঢাকা থেকে পৃথক ফ্লাইটে দলের সদস্যরা ইরানে যাচ্ছেন। রোববার রাত ৯টায় গেছেন দলের ৯ সদস্য। বাকি ৫ সদস্য যাচ্ছেন আজ সকাল ৯টা ৫৫ মিনিটের আরেকটি ফ্লাইটে।

ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে পারদিস শহরে মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। চলবে ৯ মার্চ পর্যন্ত। এ উপলক্ষ্যে ১০ জানুয়ারি ২০২৫ থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ৬ষ্ঠ আসর। হারানো ব্রোঞ্জ এবারের আসরে পুনরুদ্ধারের প্রত্যাশা করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাব, ওটা মোটেও বাস্তবসম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এই বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা ইরান যাব।’ সূত্রে জানা গেছে, মেয়েদের দলের সঙ্গে মেয়ে কোচ পাঠাতে হবে এরকম নির্দেশনা রয়েছে ইরানের। তাই প্রধান কোচ সুবিমল চন্দ্র দাসকে ম্যানেজার ও সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকাকে কোচের পদ দিয়ে তেহরানে পাঠানো হয়েছে। ইরানগামী দলের খেলোয়াড়রা হলেন-শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুন।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম