Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

‘ভারত খারাপ খেললেই জিতবে পাকিস্তান’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ম্যাচ জিততে হলে দিনটা পাকিস্তানের হতে হবে এবং ভারতকে খারাপ খেলতে হবে। বাংলাদেশের তিন সাবেক অধিনায়কের মতামত-

রকিবুল হাসান

পাকিস্তান ভালো অবস্থায় নেই। তাদের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ভারতকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে পাকিস্তানকে। তবে দুবাইয়ে পাকিস্তানের রেকর্ড ভালো। ফখর জামান ছিটকে যাওয়ায় তাদের ব্যাটিংয়ে বড় ধাক্কা লেগেছে। টপ অর্ডার নিয়েও খুব বেশি আশা করার মতো কিছু দেখছি না।

আকরাম খান

এই ম্যাচে ভারত এগিয়ে। পাকিস্তানের জয়ের সম্ভাবনা ক্ষীণ। এতদিন পাকিস্তানের মূল শক্তি দেখে এসেছি বোলিং। এখন তারা সেই বিভাগেও দুর্বল। এত বাজে বোলিং নিয়ে ভারতের মোকাবিলা করা কঠিন। তাদের ব্যাটিংয়ের অবস্থাও ভালো না। ভারতের ব্যাটিং মানসম্পন্ন। এই ব্যাটিং লাইনআপের বিপক্ষে ভালো কিছু করতে হলে পাকিস্তানকে সেরা বোলিং করতে হবে। অনেক রান করতে হবে। পাকিস্তানের ফিল্ডিংও ভারতের মতো নয়। তবে খেলাটা যখন ক্রিকেট তখন পাকিস্তানের সুযোগ নেই, এমনটা বলা যাবে না।

হাবিবুল বাশার

ভারত আসলে অনেক ভালো দল। পাকিস্তান একটি উপায়ে জিততে পারে। ভারতের যদি দিনটা খারাপ যায়। অন্যথায় কোনো সুযোগ দেখি না। একটি সময় ছিল যখন কারা এগিয়ে, এটা বলা কঠিন ছিল।

কিন্তু পাকিস্তানের সেরকম প্রভাব বিস্তার করার মতো খেলোয়াড় এখন আর নেই। বোলিংটা সাদামাটা। ব্যাটিংয়ে বাবর আজম কিংবা অন্য কেউ জ্বলে উঠলে কিছু একটা হয়ে যাবে, এটাও বলা যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম