Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

আবাহনীর ৬ গোল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন কিংসও। কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ৬-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংস ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ফকিরেরপুল প্রথম লেগের শেষ ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল। তারা দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে শুরুটা ভালোই করেছিল। ১৪ মিনিটে সায়েম হোসেনের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। সমতা ফেরাতে আবাহনীকে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। অধিনায়ক মোহাম্মদ হৃদয়ের গোলে প্রথমার্ধে ম্যাচে সমতা আনে আবাহনী।

দ্বিতীয়ার্ধে কোচ মারুফুল হকের দল পাঁচটি গোল আদায় করে নেয়। ৫৪ মিনিটে এনামুল গাজী আবাহনীকে এগিয়ে দেন। সাত মিনিট পর এনামুল নিজের দ্বিতীয় গোল করেন। ৭৮ মিনিটে আবাহনীর চতুর্থ গোলটির নায়ক ছিলেন ইব্রাহিম। জাফর ইকবাল ও মিরাজুল একটি করে গোল করলে আবাহনী বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। আবাহনী ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রইল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ২৭ পয়েন্টে নিয়ে এককভাবে শীর্ষে। ফকিরেরপুল নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।

দিনের আরেক ম্যাচে কিংস চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায়। এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইল কিংস। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট তিন। দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১১ এপ্রিল। ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ২৮ ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। দ্বিতীয় লেগ শুরু হলেও মধ্যবর্তী দলবদল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম