ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
বদলগাছীতে অবৈধ ট্রাক্টর চলাচলে নষ্ট হচ্ছে রাস্তা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর বদলগাছীতে প্রশাসনের যোগসাজশে দিনে-রাতে ফসলি জমি ও পুকুরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে মাটিখেকোরা। কোনো প্রকার অনুমতি ছাড়াই ফসলি জমিতে পুকুর খনন, পুরাতন পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনো সুফল পাচ্ছে না ভুক্তভোগীরা। মাটি পরিবহণে অবৈধ ট্রাক্টর চলাচলে মাটি পড়ে নষ্ট হচ্ছে রাস্তা। এছাড়া রাতে গাড়ির শব্দে নির্ঘুম রাত কাটছে অনেক পরিবারের। বালুমহাল, মাটি ব্যবস্থাপনা ও ভূমি আইন থাকলেও মাটিখেকোদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে কিছু কিছু জায়গায় উপজেলা প্রশাসন মোবাইলকোর্টের মাধ্যমে অর্থদণ্ড করে খননকাজ বন্ধ করে দিলেও রহস্যজনকভাবে ২/১ দিন পর থেকেই সেই জায়গাগুলোতে আবারও খনন কাজ শুরু হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দিনের চেয়ে রাতেই মাটিখেকোরা ফসলি জমি, পকুরের কাদামাটি কেটে ইটভাটায় বিক্রি করছে আর এই মাটি নিয়ে যাওয়ার সময় গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা নষ্ট হচ্ছে। অন্যদিকে ট্রাক্টরের শব্দে সড়কের পাশের লোকজনের ঘুম হচ্ছে না। অপরদিকে একটু পানিতেই রাস্তায় সৃষ্ট কাদায় পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী। মাটি কাটা বন্ধের বিষয়ে ইউএনও ও এসিল্যান্ডকে ফোন করেও বন্ধ হয় না। আবার অনেক সময়তো তারা ফোনই ধরেন না। ধরলেও ঠিক আছে দেখছি বলে কেটে দেন। জানা গেছে, আমন ধান কাটা-মাড়াইয়ের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৌশলে শুরু হয়েছে পুকুর সংস্কার, ফসলি জমি উঁচু-নিচু সমান করা ও তিন ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রির চলছে মহোৎসব। এসব মাটি স্থানীয়দের কাছে বিক্রির পাশাপাশি বেশির ভাগই মাটি যাচ্ছে ইটভাটায়। মাটিখেকোদের দৌরাত্ম্য শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কোনো মৌসুমেই থেমে নেই মাটিকাটা। মাটিখেকোরা বিভিন্ন কৌশলে উপজেলার বিভিন্ন খাল, পুকুর ও ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে। ইউএনও ইশরাত জাহান ছনি বলেন, কোথায় হচ্ছে জানান আমি দেখছি। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, মাটি কাটা বন্ধে ইউএনও ও এসিল্যান্ডকে ফোন দেবেন।
