|
ফলো করুন |
|
|---|---|
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের ফতুরখাড়া নামক স্থানে পুরোনো সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজ নকশা অনুযায়ী করা হচ্ছে না। পুরোনো স্টিলের সেতুর চেয়ে প্রায় ৪ ফুট নিচু করে নির্মাণ কাজ করায় নৌপথ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নির্মাণ কাজেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, দুই পাশে হাওড়ের বুক চিরে বহমান সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক। হাওড়ের পানি উজান-ভাটির সুবিধার্থে বালাগঞ্জ ইউনিয়নের রহমতপুর-গহরমলি এলাকায় নব্বই শতকের দিকে স্টিলের পাটাতন দিয়ে সেতু নির্মাণ করা হয়েছিল। পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে সেতু কাজ পায় ‘জন জেবি’ নামের তিনজনের অংশীদারিত্বের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের শুরুতে সেতুর নির্মাণকাজ শুরু হয়। ইতোমধ্যে নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের কাজ শেষ করে ওপর অংশের প্রায় ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু পুরোনো স্টিলের সেতুর চেয়ে প্রায় ৪ ফুট নিচু করে এটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সওজ কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাতের মাধ্যমে নিচু করে সেতুর নির্মাণ কাজ করছেন। হাওড়ের পানির স্বাভাবিক বৃদ্ধি হলে সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারবে না। সেতুর ওপর দিয়ে পানি গড়িয়ে যাবে। বর্ষাকালে সেতুর নিচ দিয়ে কচুরিপানা উজান-ভাটি হতে পারবে না। ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, এ বিষয়ে জেলা সমন্বয় সভায় কথা বলব। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম বলেন, সড়কের উচ্চতার সঙ্গে সামঞ্জস রেখে এটি নির্মাণ করা হচ্ছে। সওজ সিলেট অফিসে উপসহকারী প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন বলেন, তিনি যোগদানের আগেই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
