Logo
Logo
×

বাংলার মুখ

ঊনিশ কোটি টাকার সেতু পাঁচ বছরেও শেষ হয়নি

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আখাউড়ায় হাওড় অঞ্চলের মানুষের যাতায়াত সুবিধার জন্য তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের অক্টোবর মাসে। ১৯ কোটি টাকার এ নির্মাণ কাজের মেয়াদ ছিল আড়াই বছর কিন্তু কাজ চলছে ঢিমেতালে। দুই দফা সময় বাড়ানো হলেও সেতুর কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। এদিকে যাতায়াতের জন্য নতুন রাস্তা নির্মাণ করতে কর্তৃপক্ষ স্থানীয়দের কয়েক একর জমি নিলেও এখনও অধিগ্রহণ সম্পন্ন হয়নি। এ নিয়েও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩ সালের মে মাসে আড়াই বছরের মেয়াদ শেষ হলেও সেতুর কাজ শেষ হয়নি। দুই দফা কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে নিশ্চিত করে কেউ বলতে পারে না। ঠিকাদার হাসান এন্টারপ্রাইজের লোকজন বলছে কর্মী সংকট ও বর্ষায় পানির কারণে নিয়মিত কাজ করা যাচ্ছে না। তাই সেতু নির্মাণে ধীরগতি এবং সময় লাগছে বেশি। রোববার দুপুরে সরেজমিন খোঁজ নেওয়ার সময় সুলতান মিয়া, খাজেরা খাতুন, আরব আলী ও জিয়াউর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, এ সেতুর নির্মাণ ও সেতুর পাশে নতুন সড়ক নির্মাণের জন্য তাদের কয়েক একর জমি নিয়েছে সরকার। গত ৫ বছরেও জমির টাকা তাদের দেওয়া হয়নি। সেতুর নির্মাণ কাজও শেষ করেনি তারা। সেতুটি চালু হলে তিন গ্রামের মানুষ সহজে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া পৌর শহরে যাতায়াত করতে পারবে বলেও তারা জানান।

আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, কর্মী সংকট দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সময় ক্ষেপণ করছে। ইতিমধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে। তিনি বলেন, যাদের জমি নেওয়া হয়েছে তা অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে জমির মালিকরা টাকা পেয়ে যাবেন বলেও তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম