Logo
Logo
×

বাংলার মুখ

কিশোরগঞ্জে রাস্তায় নিম্নমানের কাজ

হাতের টানেই উঠছে কার্পেটিং

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে নিয়মের তোয়াক্কা না করে যেনতেনভাবে কাজ করায় রাস্তা পাকাকরণের দুই দিন পর উঠে যাচ্ছে কার্পেটিং। উপজেলা প্রকৌশল অফিসের যোগসাজশে ঠিকাদার কম বিটুমিন দিয়ে একেবারে নিম্নমানের কাজ করায় কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা যায়, বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি নয়ানখাল এলাকার রফিকুল ডাক্তারের বাড়ি থেকে ঘোপাপাড়ার ওহাব আলীর বাড়ি পর্যন্ত ১ কিমি রাস্তা পাকাকরণের টেন্ডার হয়। প্রায় ১ কোটি টাকা বরাদ্দে নীলফামারীর ঠিকাদার দুলাল হোসেন ওই রাস্তার কাজ পান। রাস্তাটি পাকাকরণের কাজ সম্পন্ন হওয়ার ২-৩ দিন পর বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। রাস্তা সংলগ্ন এলাকার স্বপ্না আক্তার, পেয়ারুল ইসলাম, সুমন মিয়া ও মহাসিন আলী ক্ষোভ প্রকাশ করে জানান, একে বারে নিম্নমানের কাজ হয়েছে। বিটুমিন কম দেওয়ায় হাত ও পা দিয়ে রাস্তায় একটু ঘসা দিলেই কার্পেটিংয়ের উঠে যাচ্ছে। ঠিকাদার দুলাল হোসেন অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, শতভাগ সঠিক কাজ করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম