
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম

সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পরিবারের সম্মতি ছাড়াই তিন মাস আগে গোপনে বিয়ে করেন তারা। মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নিলেও ছেলের পরিবার তা মেনে নেয়। তাই ঈদের কয়েক দিন আগে হৃদয় খানের হাত ধরে স্বামীর বাড়িতে উঠেন স্ত্রী মৌ আক্তার। স্বপ্ন দেখেছিলেন দুজন সুখে দুঃখে সারাজীবন পাশে থাকার। নতুন বিয়ে এবং ঈদের আনন্দকে রাঙাতে দুজনই হাতে পড়েছিলেন মেহেদি। সেই মেহেদির রং না মুছতেই নিভে গেল তাদের প্রাণবায়ু। একটি দুর্ঘটনা মুছে দিয়ে গেছে তাদের সব সুখের স্বপ্ন-সাধ। সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে শুক্রবার এ নবদম্পতির মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত হৃদয় খান পাবনা সদর উপজেলার কোলচরি গ্রামের মো. দুলাল খানের ছেলে এবং মৌ আক্তার পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার মো. মনিরুজ্জামান মানিকের মেয়ে। হৃদয় খান পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে সুজানগরে একটি মোবাইল ফোন কোম্পানির শোরুমে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী মৌ আক্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে হৃদয় খান তার ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সাতবাড়িয়া পদ্মা নদীতে বিকালে নৌকায় করে ঘুরতে যান। নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি।