
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কুলাউড়া ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : মৌলভীবাজারের কুলাউড়ায় কাদিপুর ইউনিয়নে শনিবার পুকুরের পানিতে ডুবে রিহাদ নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাদিপুর গ্রামের বিডিআর কলোনির বাসিন্দা সিএনজি অটোরিকশাচালক রুবেল মিয়ার ছেলে। চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চিরকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা আক্তার ওই গ্রামের শাহ পরানের মেয়ে। জানা গেছে, দুপুরে শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি খেলাধুলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পুকুরের পানিতে ডুবে শিশু ইকরার (২) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার সেকান্দার আলী বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা ওই বাড়ির অহিদুল ইসলামের মেয়ে।