
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৬ এএম

সাতক্ষীরা ও কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সাতক্ষীরার পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার ৪০তম বর্ষপূর্তি ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার মিলনমেলায় রূপ নেয় মাদ্রাসা প্রাঙ্গণ। প্রতিষ্ঠানটির সভাপতি ও জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জিএম হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দি আব্দুল খালেক। উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে রব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৮ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার (টঙ্গী) অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, রামগতি-কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এআর হাফিজ উল্লাহ, ঢাকাস্থ আইনজীবী ফোরামের সভাপতি মো. আবুল কালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো শাহ শফিকুল্লাহ, ঢাকাস্থ রামগতি সমিতির সভাপতি জসিম উদ্দিন, উপাধ্যক্ষ শামছুল হুদা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন।