
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সিলেটে একদিনে ৩ জনের অপমৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন আত্মহত্যা করেছেন এবং একজন দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যান। গত বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, নগরীর মুন্সিপাড়ার সফিক মিয়ার কলোনির ভাড়াটে শাহাজাহান মিয়া তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছার মাধ্যমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শাহাজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার হাবলিপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। এদিকে, দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়ের গ্রাম থেকে নিলিমা ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বাবার বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরনের উড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিলিমা ইয়াসমিন ওই গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে। বুধবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠায়। দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এর আগে দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।