সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাত ভাই রংপুরে গ্রেফতার

রংপুর ব্যুরো
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাত ভাই পাভেরুল রহমান শফিক খানকে রংপুরে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। এর আগে সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাভেরুল রহমান শফিক খান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী একাধিক মামলা রয়েছে।