যুগান্তরে সংবাদ প্রকাশের পর
ফেনী পৌরসভার শত কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফেনী পৌরসভার শত কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। ২০০৯ সাল থেকে পৌরসভার সাধারণ মানুষের করের টাকা সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়ির পুকুরের ঘাট, ড্রেনেজ নির্মাণসহ বিভিন্ন কাজের অনিয়মের অভিযোগে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আবুজর গিফরী ও সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হককে আগামী ১৯ মার্চ যাবতীয় কাগজপত্র দুদক নোয়াখালী কার্যালয়ে সরবরাহ করার জন্য নির্দেশ দেন। এ ছাড়া ফেনী পৌরসভার অর্থে ফেনীর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের ব্যক্তিগত বাসা ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বাসার উন্নয়ন কাজের বিল ভাউচারের কপি এবং পৌরসভার বিদ্যুৎ সরঞ্জাম ক্রয় ও এমপির বাসায় আলোকসজ্জাকরণের মালামালের বিল ভাউচার ও উক্ত বিষয়ে নথির নোটশিট এবং মালামালের স্টক বইসহ যাবতীয় কাগজপত্রাদি সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর যুগান্তরে ‘নিজাম হাজারীকে সন্তুষ্ট করতে ফেনী পৌরসভার ২৮৮ কোটি টাকা লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের সময় পৌর ভবনের নিচতলায় ফাইল সংরক্ষণ গুদামে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে সব ফাইলপত্র পুড়িয়ে দিয়েছে।