কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ভিডিও দেখে গ্রেফতার ৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। রোববার রাত পৌনে ৩টার উপজেলার শিকলবাহা এলাকায় এ মিছিল বের করা হয়। গ্রেফতাররা হলেন চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতলী ২নং গেট এলাকার জিহাদ হোসেন, সদরঘাট পশ্চিম মাদারবাড়ির রাকিব হোসেন, পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২নং গেট এলাকার জলিল আহমেদ রকি ও পাঁচলাইশ মেয়র গলি ২ নং গেট এলাকার রেদোয়ান হোসেন (হৃদয়)। পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে।