Logo
Logo
×

বাংলার মুখ

সোনাগাজীতে জবানবন্দি

পরকীয়া প্রেমিকার অন্য প্রেমিক থাকায় ক্ষিপ্ত হয়ে খুন

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার লাইলী হত্যা মামলার গ্রেফতার আসামি নুর আফছার রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে এ স্বীকারোক্তি দেন। পুলিশ জানায়, ১৭ মার্চ সোমবার রাত দশটায় নুর আফসার রণিকে খাগড়াছড়ি জেলার রামগড় থানার পাতাছড়া ইউনিয়নের তালমনি পাড়া গ্রাম হতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লাইলীর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। জবানবন্দিতে তিনি বলেন, লাইলীর সঙ্গে তার এক বছরের অধিক কাল যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সে তাকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। অপর দিকে বখরিয়া গ্রামের সমিরের ছেলে রণি নামের অপর এক প্রবাসী যুবকের সঙ্গেও লাইলীর পরকীয়া প্রেম ছিল। লাইলীর সঙ্গে সম্পর্কের কারণে তার স্ত্রী শিশু সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে গেছে। ঘটনার দিন ১৫ মার্চ রাতে লাইলীর কথামতো আসামি রণি লাইলীর ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে তাকে প্রবাসী রণির সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখে। এতে সে ক্ষিপ্ত হয়ে মোবাইল নিয়ে যায়। তখন মোবাইল নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি ও তর্ক হয়। মোবাইল নেয়ার জন্য পেছন থেকে রনির শার্টের কলার টেনে ধরলে রণি ক্ষিপ্ত হয়ে তার গলা টিপে ধরে। এরপর গলায় গামছা ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম