মতলবে আত্মীয়ের বাড়িতে ধর্ষণের শিকার নারী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোমবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় আবদুল মজিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ঢাকার আশুলিয়ার ওই নারী মতলব উত্তরে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে ওই নারী বাথরুমে যাওয়ার সময় মুখ চেপে তুলে নিয়ে যায় মিঠুরকান্দি গ্রামের আবদুল মজিদ। পরে নিজাম উদ্দিনের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।