নেত্রকোনা মেডিকেল কলেজ
বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নেত্রকোনায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণে’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডা. মাজহারুল আমিনের পরিচালনায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী। মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালের ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। মেডিকেল কলেজ বাতিল হলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে।