Logo
Logo
×

বাংলার মুখ

নিজ সম্প্রদায়কে ফাঁসাতে কুরআন পোড়ানোর চেষ্টা

ভৈরবে সাধু গ্রেফতার

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভৈরবে পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টা ও ধর্মীয় অবমাননার অভিযোগে হরিদাস বর্মণ নামে এক সাধুকে গ্রেফতার করা হয়েছে। হরিদাস শহরের পঞ্চবটি এলাকার মনোরঞ্জন বর্মণের ছেলে। সোমবার রাতে পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন আগে একটি সম্পত্তির বিরোধ নিয়ে সাধু হরিদাস বর্মণ ভৈরবের হিন্দু সম্প্রাদায়ের মন্দির কমিটির নেতাদের কাছে যায়। মন্দির কমিটির সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহা ও পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার দাস তাকে বিষয়টি আইনিভাবে শেষ করতে পরামর্শ দেন। এমন পরামর্শ তার ভালো লাগেনি; উলটো ক্ষেপে গিয়ে হরিদাস বলে, আমি এমন কাজ করব যাতে আপনারা ফেঁসে যান। মন্দির কমিটির সভাপতি বিষয়টি মঙ্গলবার ইউএনওকে জানান এবং থানায় একটি জিডি করেন। এরই মধ্য হরিদাস মঙ্গলবার বিকালে পবিত্র কুরআন পুড়িয়ে দিবে বলে এলাকায় প্রচার করে। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। ভৈরব পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল বলেন, হিন্দু সম্প্রাদায়কে বিপদে ফেলতে হরিদাস এমন কাজ করতে চেয়েছে। মামলার বাদী ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির জানান, গ্রেফতার হরিদাস বর্মণ অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম