Logo
Logo
×

বাংলার মুখ

গোয়াইনঘাটে যুবক খুন

গফরগাঁও ভাঙ্গা মধুখালী মাদারগঞ্জ মঠবাড়িয়া ও গৌরনদীতে ৬ লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে মঙ্গলবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করা হয়েছে। এছাড়া গফরগাঁওয়ে তরুণী, ভাঙ্গায় যুবক, মধুখালীতে গৃহবধূ, মাদারগঞ্জে ১১ মামলার আসামি, মঠবাড়িয়ায় অজ্ঞাত নারী ও গৌরনদীতে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : সিলেটের গোয়াইনঘাটে আলমনগর এলাকায় সড়কের পাশ থেকে মঙ্গলবার সাহেল শাহরিয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে রাধানগর যাওয়ার পথে আলমনগরের কাছে গেলে দুষ্কৃতকারীরা তার ওপর হামলা করে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের একটি পুকুর থেকে সোমবার বিকালে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, স্থানীয় লোকজন লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ফরিদপুরের ভাঙ্গায় আতাদি মাছের আড়ৎ এলাকার রেল লাইনের পাশ থেকে মঙ্গলবার রনি শেখ নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে চাকরি করতেন। ফরিদপুরের মধুখালীতে রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে সোমবার রাতে রত্না সুলতানা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকে স্বামী ইয়াসিন শেখ পলাতক রয়েছেন। এতে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ইয়াসিন প্রতিবেশী নাসিরউদ্দিনকে ডেকে নিয়ে দেখান খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা খাটের ওপর পড়ে আছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় অভিযোগ করেছেন। এসআই মো. মোক্তার হোসেন জানান, তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরের মাদারগঞ্জে মঙ্গলবার হত্যাসহ ১১ মামলার আসামি শাহিন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুর সদরের নাসিরপুর এলাকার শাহেদ আলী নেদালের ছেলে। এ ঘটনায় শাহিনের সহযোগী আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে মঙ্গলবার এক অজ্ঞাত নারীর গলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বরিশালের গৌরনদীতে বসতঘর থেকে মঙ্গলবার তাঁরাবানু নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ গ্রামে আব্দুল মান্নান আকনের স্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম