সখীপুর ও মাধবপুরে দুই বাড়িতে ডাকাতি
গোয়ালন্দ ও টেকনাফে গ্রেফতার ৫

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সখীপুর ও মাধবপুরে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়েছে। ছৈাড়া টেকনাফে ২ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। যুগান্তর প্রতিনিধিরা জানান : টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাতে কাঁকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে নাজমুল হুদা ও কাজল আক্তার দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির তত্ত্বাবধায়ককে হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে জিতেন্দ্র সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতের হামলায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। তারা হলেন জিতেন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ সরকার, নিশু কান্ত সরকার ও প্রিয় কান্ত সরকার। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। তারা হল হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের সালাউদ্দিন ওরফে সালেহ ও আনোয়ার ওরফে সাদেক। রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দৌলতদিয়া যৌনপল্লী পল্লী সংলগ্ন পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে গ্রেফতাররা হলো সূর্যনগরের আকাশ সরদার, বড়চরবেনীনগরের মিনহাজুল সরদার এবং চরনারায়নপুরের আতাহার।