গৌরনদীতে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গৌরনদীতে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করার প্রতিবাদে ও খালের বাঁধ অপসারণের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। কৃষকরা বলেন, সরিকল ইউনিয়নের শাহাজিরা ও আধুনা গ্রামে দুইটি ব্রিজ নির্মাণের কারণে খালে বাঁধ দেওয়ায় দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বন্ধ রয়েছে। বাঁধের কারণে খালে পানি না থাকায় বোরো খেতে সেচ দিতে পারছেন না।