গরু চোর সন্দেহ বিশ্বনাথে শিশুকে নির্যাতন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গরু চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। ওই শিশুটি উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে ওলিউর রহমান। সোমবার ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার বিকালে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের সদস্য লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে শিশুটির ওপর এই নির্যাতন করা হয়। পরে রাতে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় তাকে সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার বাবা।
শিশুর বাবা রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে সদস্যের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ কয়েকজন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের সদস্য লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার উপর কোনো নির্যাতন করা হয়নি। আমি গ্রামের মুরব্বিদের কাছে রেখে অপর এক সদস্যের বাড়িতে ইফতার মাহফিলে চলে যাওয়ার পর তার ওপর নির্যাতন করা হতে পারে।
ওসি এনামুল হক চৌধুরী বলেন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।