Logo
Logo
×

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহেশখালীতে কয়েলের আগুনে ঘুমন্ত কিশোরীর মৃত্যু

মহেশখালীতে মশার কয়েল থেকে লাগা আগুনে মুন্নি আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্নি শাপলাপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমের মেয়ে। ওসি মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। কক্সবাজার প্রতিনিধি

পেকুয়ায় সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর

পেকুয়ার টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাই ছড়ির কইডার পাড়ায় সাপের কামড়ে মোহাম্মদ রুবেল নামে এক প্রবাসী মারা গেছে। রোববার রাতে বাড়ীর উঠোনে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রুবেল ওই এলাকার নূরুল আলমের ছেলে। পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে জাবেদ আলী নামে এক যুবকের মৃত্য হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। জাবেদ ওই এলাকার বাববুল হোসেনের ছেলে। সোমবার জমিতে কাজ করার হালকা বৃষ্টিপাতের সঙ্গে বিকট বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান জাবেদ। রাঙামাটি প্রতিনিধি

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন নামে এক তরুণী নিহত হয়েছে। রিতু উপজেলার কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী আব্দুস সামাদ জানান, ঘটনার সময় ঢাকা থেকে ঈশ্বরদী অভিমুখে একটি মাল ট্রেন যাচ্ছিল। চর ঘাটিনা রেল গেটের পাশের সড়ক পার হওয়ার সময় রিতু ট্রেনে কাটা পড়ে মারা যান। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সীতাকুণ্ডে পাওনাদারের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

সীতাকুণ্ডে পাওনাদারের চাপে বিষপানে টিটু সুত্রধর নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। টিটু উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতেরপাড়ার স্বপনসূত্র ধরের ছেলে। ব্যবসায় লোকসান, পাওনাদারদের অধিক চাপ সইতে না পেরে রোববার সন্ধ্যায় দোকানে বিষপানে আত্মহত্যা করে ব্যবসায়ী টিটু। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্বর্ণের দোকানে প্রতারণা, নারীকে গণপিটুনি

চুয়াডাঙ্গায় প্রতারণার অভিযোগে হাসিনা নামে এক গৃহবধূকে গণপিটুনি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের সবুজ জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে। ইমিটেশনের গয়না দিয়ে স্বর্ণের জিনিস নেওয়ার সময় জনতা তাকে গণপিটুনি শেষে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। চুয়াডাঙ্গা প্রতিনিধি

বড়াইগ্রামে মরা গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা

বড়াইগ্রামে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে সোহেল রানা নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। রোববার কসাই সোহেল ৫-৬ মন ওজনের মরা গরু তিরাইল বাজারে নিয়ে এসে মরা গরুর মাংস বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সন্দ্বীপে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপে সোমবার আবুল কাশেম হায়দার মহিলা কলেজে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক রফী উদ্দিন ফয়সাল। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল পাশা। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিল্টন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। চট্টগ্রাম ব্যুরো

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম