যুগান্তরে সংবাদ প্রকাশ
পানি খেয়ে রোজা রাখা সেই বৃদ্ধ পেলেন সহায়তা

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পানি খেয়ে রোজা পালন করা এনায়েতপুরের নওমুসলিম সেই বৃদ্ধ রবিউল ইসলামকে সুপার শপে ইচ্ছেমতো কেনাকাটা করে দেন সমাজকর্মী মামুন বিশ্বাস। থানা সদরের অদূরে গোয়াইল বাড়ি মসজিদ সংলগ্ন রাস্তার পাশে টং দোকানে বসবাস করে ৬৫ বছরের বৃদ্ধ রবিউল ইসলাম। গত ১৩ মার্চ যুগান্তরে তার সংবাদ প্রকাশ হয়। পরে সমাজকর্মী মামুন বিশ্বাস ফেসবুক বন্ধুদের কাছে সহায়তার আর্জি জানায়। সোমবার দুপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সের ওয়েলমার্ট শপিং মলে নিয়ে কেনাকাটাসহ প্রায় ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেন।