Logo
Logo
×

বাংলার মুখ

ছাতকে জানাজায় দোয়া না পড়ায় লাশ নিয়ে টানাটানি

Icon

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাতকে জানাজায় দোয়া না পড়ায় লাশ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানি এ ঘটনা ঘটে। এর প্রতিবাদ করায় মাওলানা খালেদ আহমদের পরিবারকে একঘরি করার অভিযোগ উঠেছে। উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গণিপুর গ্রামে জানাজার পর দোয়া না পড়ায় লাশ দাফনে বাধা দেওয়ার এ ঘটনা ঘটে। জানা যায়, ১৩ মার্চ বৃহস্পতিবার গণিপুর গ্রামের কাজি নজরুল ইসলাম দোলু ও মাওলানা কাজি খালেদ আহমদের মায়ের জানাজার নামাজের পর দোয়া না পড়ায় লাশের খাটিয়া নিয়ে দুইক্ষের মধ্যে টানাটানি করে ফুলতলি ও কওমি মসলকের মুসল্লিদের মধ্যে। ফুলতলী মসলকের দাবি জানাজার পর দোয়া করতে হবে, দোয়া না করলে লাশ দাফন করা যাবে না। কওমি আলেমদের মতে জানাজার পর লাশ দাফন করে দোয়া করা। নজরুল ইসলাম দোলু ও মাওলানা কাজী খালেদ কওমি অনুসারী।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম