Logo
Logo
×

বাংলার মুখ

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন যাতায়াত ফ্রি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চে সাদিয়া আক্তার নামে এক মা জন্ম দিয়েছেন একটি কন্যাশিশু। এই খুশিতে ওই লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রি ঘোষণা দিয়েছেন। এটি নিশ্চিত করেছেন ওই লঞ্চের কেরানি মো. দীপু। দীপু জানান, রোববার বিকাল ৫টায় এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় ঢাকার কাছাকাছি লঞ্চটি পৌঁছলে ওই লঞ্চের নিচতলার সিটের একটি চেয়ারে বসে থাকা সাদিয়া আক্তারের প্রসব ব্যথা ওঠে। এ সময় আমরা তাকে ২০১ নাম্বার কেবিনে নেওয়ার ব্যবস্থা করি। সেখানে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে তিনি একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন। খুশিতে লঞ্চের মালিক আনন্দিত হয়ে শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রি ঘোষণা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম