Logo
Logo
×

বাংলার মুখ

ঈশ্বরদী তিতাসে দুই নারীর লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকা থেকে সোমবার এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিতাসে ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর প্রকল্প এলাকা থেকে সোমবার এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রূপপুর প্রকল্প এলাকার কয়েকজন ব্যক্তি কাজে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। কুমিল্লার তিতাসে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের কবরস্থানের পাশ থেকে রোবাবর রাতে আয়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোমনা উপজেলা মিরাশ গ্রামের ছালাম মিয়ার স্ত্রী। পরিবার জানায়, আয়েশা গত এক বছর যাবৎ ভারসাম্যহীনভাবে চলাফেরা করতেন। ওসি মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম