ডাকাতের গুলিতে নিহত
পিরোজপুরে ২০ বছর পর পাঁচজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পিরোজপুরে ডাকাতের গুলিতে নিহতের ২০ বছর পর পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো কাউখালীর শিয়ালকাঠী গ্রামের ছালাম হাওলাদার, আলমগীর, আবদুল মালেক, ফিরোজ মোল্লা ও আইউব আলী।
উল্লেখ্য, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উত্তর শিয়ালকাঠীর কাপালীর হাটবাজারে রফিকুল ইসলামের সাইকেল পার্টসের দোকান থেকে টাকা লুটে নেয় ডাকাতরা। পালানোর সময় ডাকাতরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আবদুস ছোমেদের ছেলে মিজান পেটে গুলিবিদ্ধ হন। পরদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম কাউখালী থানায় হত্যা মামলা করেন।