ময়মনসিংহে বহুতল ভবনে আরাকান আর্মির ৪ সদস্য

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ নগরীর নতুন বাজার গার্ডেন সিটি নামে এক বহুতল ভবন থেকে রোববার রাতে আরাকান আর্মির চার সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ
দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, দুই নারীসহ দুটি শিশু রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা কিছু দিন ধরে এই বাসায় বসবাস করছিল। তবে এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।