ফেসবুকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন
কাউখালীতে ‘হাউন আঙ্কেল’র পরিচালক গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাউখালীতে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট দিয়ে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে সোমবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। ‘হাউন আঙ্কেল’ নামের একটি ফেসবুক আইডি থেকে এসব প্রচার করতেন তিনি। রাসেল উপজেলার দাশেরকাঠী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। জানা গছে, রাসেল ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। আওয়ামী সরকারের পতনের আগে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্বেও ছিল রাসেল। ওসি মো. সোলায়মান জানান, বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ফেসবুকের ফেইক আইডির ব্যাপারে রিমান্ডের আবেদন করা হয়েছে।