Logo
Logo
×

বাংলার মুখ

ক্যাম্পেইনে শিশুরা পেল ভিটামিন-এ প্লাস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব দুরীকরণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে ৬-১১ মাস বয়সি শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বরিশালে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর-এ এলাহী। ময়মনসিংহে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এ সময় সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ উপস্থিত ছিলেন। বুড়িচংয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, এইচআই ইনচার্জ লাকি আক্তার। সিলেটে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ৯ উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ীভাবে ৯৩৮টি কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। হবিগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুল হক, সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার। পটুয়াখালীতে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মো. শফিউল আলম। সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসানাত মো. আরিফিন। মুরাদনগরে ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও আবদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক। হাকিমপুরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ। চিলমারীতে ক্যাম্পেইন উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা পাবলিক হেল্থ নার্স হেলেনা খাতুন, নার্সিং সুপারভাইজার আমেনা বেগম। বিরলে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার। বড়াইগ্রামে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রাণী, উপস্থিত ছিলেন। ঘাটাইলে ইউএনও মো. আবু সাঈদ ক্যামেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর আবুল কাশেম। আগৈলঝাড়ায় ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মোর্শেদ সজীব। উপস্থিত ছিলেন, মেডিকেল কর্মকর্তা ডা. শিশির গাইন, মেডিকেল টেকনোলজিস্ট সাহাত উদ্দিন। ব্রাহ্মণপাড়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।

উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান, ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া। শিবচরে ক্যাম্পইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহ্জাবীন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম হোসেন, মেডিসিন কনসালটেন্ট ডা. চৌধুরী ফয়সাল মো. মঞ্জুরুল রহিম। কোটালীপাড়ায় ক্যাম্পইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. এমএম ফারুক হোসাইন উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম