Logo
Logo
×

বাংলার মুখ

রূপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা

আসামি ইব্রাহিম বিশ্বম্বরপুরে গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (না.গঞ্জ)

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে আলোচিত শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি ইব্রাহিমকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জ র‌্যাব-১১ ব্যাটেলিয়ন সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় চকলেট দেওয়ার কথা বলে দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। পরে স্থানীয়রা জানতে পেরে তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া, তানসেন ও পলিনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকা ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে রুবেল ভূঁইয়াসহ কয়েকজন মিলে ইব্রাহিমকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শুক্রবার ওই শিশুর বাবা ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম