বিভিন্ন স্থানে ইফতার দোয়া মাহফিল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ ইফতার অনুষ্ঠিত হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : বাবুগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা শহিদ পরিবার ও রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সুধীজনদের সম্মানে ইফতারের আয়োজন করে জামায়াতে ইসলামী। সংগঠনের উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আ. ছালাম মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখা জামায়াতের সহসেক্রেটারি মো. আজিজুর রহমান অলিদ। বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মরহুম মাহাবুল আলম বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু। শ্রীবরদীতে ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবীর রূপার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্টদের উদ্যোগে ইফতারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজিস্ট ডা. পিংকি সাহা, প্যাথলজিস্ট ডা. জানমুল হাসান, মাইক্রোবায়োলজিস্ট ডা. তাহেরা খানম। সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্টের সভাপতি প্রদীপ চন্দ্র দাস। ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার লিটন, পরিচালনা করেন চান্দলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া বাদল। মহাদেবপুরে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ম আহ্বায়ক এসএম সাহিদুজ্জামান সোহান ও একেএম নমিনুল হক রানা।