Logo
Logo
×

বাংলার মুখ

পানছড়ির আ.লীগ কার্যালয়

১৭ বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ১৭ বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে পানছড়ি উপজেলা আ.লীগের কার্যালয়। ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় সাড়ে সাত মাস পর অবশেষে আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশল বিভাগ। শুক্রবার দুপুরে মিটার রিডারম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সেখানে কোনো মিটার না পেয়ে তাৎক্ষণিক বিষয়টি উপ-সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলীকে জানালে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলী জানান, আ.লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ লাইন থেকে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছিল। আ.লীগ অফিসে দুই টনের একটি এসি, পাঁচটি সিলিং ফ্যান, টিভি, ওয়াটার হিটারসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার হলেও গত ১৭ বছর মিটার ছিল না। এতে প্রতিমাসে পাঁচ হাজার টাকার বিদ্যুৎ খরচ হলেও সরকারের প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে বলে তিনি জানান। তবে পলাতক থাকায় কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম