Logo
Logo
×

বাংলার মুখ

গুরুদাসপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুরুদাসপুরে ছাগল হত্যার অভিযোগে পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি গোলাম সারওয়ার হোসেন। জানা যায়, ২০১৯ সালের মার্চে গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। নির্বাচনি গণসংযোগের গাড়ি বহরের মোটরসাইকেলের চাকায় পৃষ্ঠ হয়ে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে নান্নু ফকিরের একটি বড় (গর্ভবতী) ছাগল মারা যায়। ৬ বছর আগে ছাগলের আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ৩০ হাজার টাকা। ছাগলের মৃত্যুর পর জাহিদুল ইসলাম ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। পরে ছাগলের ক্ষতিপূরণ নিতে গেলে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দিয়ে ফিরিয়ে দেন। পৌর আওয়ামী লীগর সভাপতি জাহিদুল ইসলাম মোবাইলফোনে জানান, এমন ঘটনা তার জানা নেই। সত্যিই যদি এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম