Logo
Logo
×

বাংলার মুখ

শাল্লায় ধর্ষণচেষ্টা

সালিশদারদের বাধায় আইন সহায়তা নিতে ব্যর্থ পরিবার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সালিশিদের বাধার মুখে ধর্ষণ চেষ্টার শিকার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর পরিবার আইনি সহায়তা নিতে পারছেন না! অভিযুক্তর নাম, মানিক লাল দাস তার বাড়ি শাল্লার উপজেলার হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের।

শনিবার শাল্লার ভিকটিম স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয় এলাকার লোকজন জানান, শাল্লার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দরিদ্র পরিবারের এক শিশু কন্যাকে তাদের বাড়ির পাশেই মায়ের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুটকা গ্রামের বখাটে মানিক লাল দাস ধর্ষণচেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে ঘটনার রাতেই পুটকা গ্রামে থাকা ভিকটিমের এক আত্মীয়ের বাড়িতে সালিশ বৈঠকে বসেন গ্রামের তিন পাড়ার কয়েকজন প্রভাবশালী সালিশিরা। ওই সালিশ বৈঠকে স্থানীয় ইউপি সদস্য দ্বিজেন্দ্রসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। প্রথমে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মানিক লাল দাসকে সালিশ বৈঠকে আনা সম্ভব হয়নি। পরে সালিশিদের সামনে মানিক উপস্থিত হলেও ছিলেন নেশাগ্রস্ত। ভবিষ্যতে এ ধরনের আর কোনো ঘটনা ঘটাবে না মানিক, ভিকটিমের পরিবার যেন থানায় গিয়ে অভিযোগ না করে এসব বলে কোন রকম ধামাচাপা দিয়ে সালিশের সমাপ্তি ঘটে ওই রাতে। শনিবার ভিকটিম স্কুলছাত্রীর পরিবার জানায়, আমরা আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ করতে চাইলেও গ্রাম্য সালিশিরা কারো কারো নিষেধ থাকায় থানায় গিয়ে অভিযোগ করতে পারছি না।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম