গাইবান্ধায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল : গাইবান্ধা সদর উপজেলায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সোহেল রানার সঞ্চালনায় ও অ্যাডভোকেট আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান বাবু। আরও উপস্থিত ছিলেন আফসার উদ্দিন, দেওয়ান মানিক, আব্দুল কাফি মন্ডল, তৌহিদুর রহমান তুহিন, আতাউর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবলু আহমেদ, গোলাম রহমান সুমন, আবুল কালাম, সমাজসেবক আজাদুল ইসলাম, আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাখার অতিরিক্ত পিপি শাহনেওয়াজ খান আতা, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল। গাইবান্ধা প্রতিনিধি
হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভা : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার হাটহাজারী পূজা উদযাপন পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাটহাজারী পৌরসভাস্থ সীতাকালী মায়ের মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব উজ্জ্বল দত্ত। বক্তব্য দেন যুগ্ম
আহ্বায়ক বাবলু দাশ, মাস্টার বিজয় দত্ত, নয়ন চৌধুরী, টিটু শীল, সদস্য সুভাষ নাথ, রাজীব সরকার, শিমুল নাথ, রিপন নাথ ও ইমন আচার্য। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
পিসিপির নতুন কেন্দ্রীয় কমিটি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, চট্টগ্রামে অনুষ্ঠিত দুদিনব্যাপী সম্মেলন শেষে শুক্রবার ছাত্র সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে অমল ত্রিপুরাকে সভাপতি, শুভাশীষ চাকমাকে সম্পাদক ও রোনাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি অমল ত্রিপুরা পাহাড়ে শিক্ষক সংকট নিরসন ও মানসম্মত শিক্ষার দাবিতে এবং জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। রাঙামাটি প্রতিনিধি