Logo
Logo
×

বাংলার মুখ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর

সুজানগরে মামলা প্রত্যাহার দাবিতে বিএনপির বিক্ষোভ

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুজানগর পৌর বিএনপির ১নং যুগ্ম সম্পাদক মজিবর রহমান খানসহ দলের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াত নেতার করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সুজানগর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে শনিবার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল বাতেন। এছাড়া আরও বক্তব্য দেন দলের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা আব্দুল মান্নান, বাবু মোল্লা, নবী মোল্লা, শফিকুল ইসলাম, ইকরাম হোসেন মধু, এনএ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান। সুজানগর ইউএনও কক্ষে ৪ মার্চ জামায়াতে ইসলামী নায়েবে আমিরসহ চার নেতাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ মার্চ রাতে উপজেলা জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্যিবিষয়ক সেক্রেটারি মো. ওয়ালিউল্লাহ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেন। এতে মো. মজিবর রহমান খাঁ ছাড়াও মো. মানিক হোসেন খাঁ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাবু খাঁ, আরিফ শেখ ও আব্দুল বাসেদ বাঁশি শেখকে আসামি করা হয়। এদের মধ্যে আরিফ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি মজিবুর রহমান বলেন, অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম