Logo
Logo
×

বাংলার মুখ

বকশীগঞ্জে শিক্ষকের কাণ্ড!

‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে ভুয়া সার্টিফিকেট প্রদান

দুই শতাধিক মানুষের কাছ থেকে অর্থ আদায়

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর কথা বলা দুই শতাধিক মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত হামিদুর রহমান শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার এবতেদায়ি প্রধান। তার বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, মধ্যপলাশতলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হামিদুর রহমান ২০১৯ সালে গ্রামের সহজ-সরল মানুষকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। প্রায় দুই শতাধিক মানুষকে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ৮ হাজার করে টাকা নেন। পরে তাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়পত্র ও সনদপত্রও দেন তিনি। ‘ঘরে ঘরে জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা’-এমন স্লোগান সংবলিত ’৭১র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে একটি করে ভুয়া সার্টিফিকেট দেন শিক্ষক হামিদুর রহমান। কিন্তু এসব সনদ যাচাই করতে গিয়ে তারা জানতে পারেন, সবই ভুয়া। এরপর ভুক্তভোগীরা টাকা ফেরত দেওয়ার জন্য বারবার তাগাদা দিলে হামিদুর রহমান নানাভাবে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ হলেও টাকা ফেরত দেননি হামিদুর। গত এক সপ্তাহ আগে নাশকতা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। হামিদুর রহমান নাশকতা মামলায় বর্তমানে জামালপুর জেল হাজতে রয়েছেন। প্রতারণার শিকার হাছেন আলী বলেন, ‘সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে হামিদুর আমার কাছ থেকে ৭ হাজার টাকা নেয়। সে (শিক্ষক হামিদুর) বলেছিল ‘সহযোগী মুক্তিযোদ্ধা হলে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সরকারি ভাতা পাবেন।’ কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না। এখন বুঝতে পারছি সে প্রতারণা করছে। যে সার্টিফিকেট দিয়েছে সেটা ভুয়া। তাই হামিদুরের প্রতারণার বিচার চাই।’ প্রতারণার শিকার আবদুস সামাদ বলেন, ‘আমি ছাগল বেচে টাকা দিয়েছি। পরে জানতে পারি হামিদুর আমাদের সঙ্গে প্রতারণা করেছে।’ স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষক হামিদুর রহমান তার এক আত্মীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতার নাম ভাঙিয়ে এসব দাপট দেখিয়ে চলতেন। ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম