Logo
Logo
×

বাংলার মুখ

রামপালে বিএনপি নেতা তুহিনের অপসারণ দাবি

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। ওই নেতার ইন্ধনে ৬ মার্চসহ সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, চিংড়ি ঘের দখল, ভাঙচুর ও লুটপাটসহ নানা অপরাধমূল কর্মকাণ্ডের অভিযোগ তুলে রোববার রাস্তায় নেমে আসেন হাজারও নেতাকর্মী। এ সময় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সাবেক এমপির হাবিবুন নাহারের দোসর আখ্যা দিয়ে বিএনপি নেতা তুহিনের বিরুদ্ধে স্লোগান ও তার অপসারণ দাবি করেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপসারণসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে খুলনা অঞ্চলজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তুহিনের ইন্ধন ও নির্দেশনায় সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের চিংড়ি ঘের, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এতে অশান্ত হয়ে উঠছে রামপাল উপজেলা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম