Logo
Logo
×

বাংলার মুখ

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের সুইডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। জাগপার সদর উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিলে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব। জেলা সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। বক্তারা বলেন, গত কয়েক মাসে জেলার বিভিন্ন সীমান্তে ৪/৫ জন বাংলাদেশিকে বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করেছে। শনিবার ভিতরগড় সীমান্তে আল আমিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ না হলে জাগপা ভারতমুখী গণমিছিল কর্মসূচি ঘোষণা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম