Logo
Logo
×

বাংলার মুখ

শরীয়তপুরে তিন ডাকাতকে পিটিয়ে হত্যায় মামলা

পুলিশ পাহারায় আহত ৫ জনের চিকিৎসা

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টা সময় স্থানীয় লোকজনের গণপিটুনির ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার রাতে পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দুটি করেছেন।

উভয় মামলায় আসামি হিসেবে ডাকাত সন্দেহে পিটুনিতে আহত ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গণপিটুনির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তিনজন মধ্যে একজন শুক্রবার রাতে ঘটনাস্থলে ও অপরজন শরীয়তপুর সদর হাসপাতালে এবং তৃতীয়জন শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত পাঁচজনকে শরীয়তপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ডাকাতি করতে গিয়ে পালানোর সময় স্থানীয় জনতার রোষানলে পড়ে ওই গণপিটুনির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ডাকাতদলের ছোরা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম এবাদুল ব্যাপারী, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানরগাঁও এলাকায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম