Logo
Logo
×

বাংলার মুখ

অপারেশন ডেভিল হান্ট

সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার হলেন যারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন স্থানে সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার অভিযান চালিয়ে জুলাই আন্দোলনে হামলা-হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ছাতকের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খোকন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আনোয়ার হোসেন শাহসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরে চারটি হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৩ মামলার আসামি জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট খান, আওয়ামী লীগ নেতা খান আলাউদ্দিন, অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ এবং নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুকে গ্রেফতার করা হয়েছে। রংপুরের বদরগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চপল রায়হানকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম