Logo
Logo
×

বাংলার মুখ

বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: ধর্ম উপদেষ্টা

Icon

বাগাতিপাড়া ও লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। পৃথিবীতে আর কোথাও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা ও সাঁওতাল একসঙ্গে এমন সুন্দরভাবে মিলেমিশে বসবাস করে না। পৃথিবীতে এটা একটা অনন্য রোল মডেল। যে কোনো মূল্যে এ সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হবে। সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। তাদের অধিকারও সমান। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে পৃথিবীর সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসাবে উপস্থাপন করছে। শনিবার বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সব মুসলিমকে মসজিদমুখী ও নামাজি হিসাবে গড়ে তুলতে পারলে দেশের অপরাধপ্রবণতা কমে যাবে। নামাজ মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। হিংসুক বা ছোট মনের মানুষ কখনো বড় কিছু করতে পারে না। নামাজ মানুষকে হিংসা থেকেও দূরে রাখে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, নবাগত পুলিশ সুপার আমজাদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম